লিটন ঘোষ বাপি: দেবহাটায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন প্রজেক্টের আওতায় শ্রিম্প ফার্ম ডাটাবেইজ প্রোগ্রামের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সন্দ্বীপ কুমারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
দেবহাটায় সাসটেইনেবল ফিসারিজ প্রজেক্টের অবহিতকরণ সভা
পূর্ববর্তী পোস্ট