
স্টাফ রিপোর্টার: দেবহাটার চাঁদপুরে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি চক্র। এ বিষয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে হয়রানি ও অপ-প্রচার থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন দেবহাটার চাঁদপুরে মিল ও চাতাল ব্যবসায়ী সাইদুর রহমান ময়েন। তিনি জানান, উপজেলার চাঁদপুর মোড়ের পূর্বপাশে মেসার্স মাস্টার ট্রেডার্স এন্ড রাইস মিল অবস্থিত। মিলটি আমার বাবা পরিচালনা করে আসছিলেন। গত ২০২২ সালে আমার পিতা মারা যাওয়ার পর ওই জমি আমি ১৫ বছর ধরে লিজ নিয়ে অতি সুনামের সাথে পরিচালনা করে আসছি। আমাদের মিলটি মোট ৮০ শতক জমিতে স্থাপিত। যার মধ্যে আমার নিজের ২৬ শতক ও আমার ভাই আব্দুল হান্নানের ২৬ শতক জমি রয়েছে। বাকি জমি দাদী, ফুফু ও বোনদের। গত ২৪ সালের জুলাই মাসে আমার ভাইকে তিন বছরের ৪ লাখ ৫০ হাজার টাকা প্রদান করি। এই জমি নিয়ে কোন বিরোধ ছিল না বা নতুন করে গোলোযোগ হয়নি। সাম্প্রতিক আমি নতুন করে মিলে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করতে গেলে একটি চক্র আমার ভাইকে ভুল বুঝিয়ে থানায় আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। পরে বিষয়টি নিয়ে আমার সুনাম নষ্ট করতে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা আদেও সত্য নয়। আমি দলীয় প্রভাব খাঁটিয়ে দখল করে উত্তেজনা সৃষ্টি বা শান্তিভঙ্গ কারার মত ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি পূর্বের মিলটি ভেঙে নতুন করে একটি আধুনিক মিল স্থাপন করছি। যা সাতক্ষীরার দক্ষিণ এলাকার কৃষক ও ব্যবসায়ীদের জন্য নতুন দ্বার খুলে যাবে। বিগত দিনে সাতক্ষীরায় যেয়ে যে সুবিধা মিলত সেটি এখন থেকে দেবহাটার চাঁদপুরে পাওয়া যাবে। এতে করে অনেকে ঈর্ষান্বিত হয়ে আমার সুনাম নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। আমি এধরণের হয়রানি ও অপ-প্রচার থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।