
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আজীবন সদস্য, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ অভিভাবক এবং বার্ষিক পরীক্ষায় গোল্ডেন এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক ও দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক তরফদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওয়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতা রাজিব হোসেন রাজু, একাডেমির ম্যানেজিং কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য বাবুল আকতার এবং একাডেমির প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবু হাসান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল মোঃ ইমদাদুল, ভাইস প্রিন্সিপাল মোঃ আজগার আলীসহ একাডেমির শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও মানসম্মত শিক্ষায় গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং একাডেমির সার্বিক অগ্রগতির কামনা করেন।

