সাতনদী অনলাইন ডেস্ক: ভারতের গুজরাটের বনস্কান্ত জেলার নাগানা গ্রামের বাসিন্দা ৬৮ বছরের বৃদ্ধা নাভালবেন দলসাংভাই চৌধুরী। বয়স ৭০ ছুঁই ছুঁই, তারপরেও পরিশ্রমে ঘাটতি নেই। বাড়িতে ৮০টা মহিষ আর ৪৫টা গরু আছে। নিজে তাদের দুধ দোহন করে বিক্রি করেন।
ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, ২০২০ সালে মোট ১.১০ কোটি রূপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া কোটি টাকার সমান) দুধ বিক্রি করেছেন তিনি।
নাভালবেন জানাচ্ছেন, তার চার ছেলে পড়াশোনা এবং শহরে চাকরি বাকরি করছে। কিন্তু কেউই তার মতো আয় করে না। গেল বছরে দুধ বিক্রি করে প্রতি মাসে সাড়ে তিন লাখ রুপি লভ্যাংশ পেয়েছেন তিনি। ২০১৯ সালেও তিনি প্রায় ৮৮ লাখ রুপির দুধ বিক্রি করেছিলেন।
ডেয়ারি ফার্ম খোলার পর প্রথমদিকে নিজের গ্রাম এবং আশেপাশের গ্রামে দুধ সরবরাহ করতেন নাভালবেন। অল্পদিনের মধ্যেই ব্যবসা বাড়তে থাকে। আজ তার গোয়ালে শতাধিক গরু-মহিষ। ব্যবসা সামলাতে এখন ১৫ জন কর্মচারী রেখেছেন এই বৃদ্ধা। তা সত্ত্বেও এখনও রোজ সকালে বালতি নিয়ে নিজ হাতে দুধ দোহনে বসেন। ইতোমধ্যেই বনস্কান্ত জেলায় তিনবার পশুপালক পুরস্কার এবং দু’বার লক্ষ্মী পুরস্কার পেয়েছেন নাভালবেন।