
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না দু’দিনের ব্যক্তিগত সফর শেষে আশাশুনি ত্যাগ করেছেন। শনিবার বিকালে তিনি আশাশুনি ত্যাগ করেন। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেন, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এর আমন্ত্রনে এখানে এসে তার ও তার সহধর্মিনীর আতিথেয়তায় আমি মুগ্ধ। আমরা বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেছি। আশাশুনিতে সত্যি আমার খুব ভালো লেগেছে। এখানকার মানুষ ও প্রাকৃতিক দৃশ্যের কথা আমার আজীবন মনে থাকবে। দু’দিনে আশাশুনির বিভিন্ন স্থান ঘুরে দেখানোর জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অনেক অনেক ধন্যবাদ। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারত একই মায়ের দু’টি সন্তান। কাজেই আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ আপনারা সকলেই আমার ভাই। বাংলাদেশ ও ভারতের মানুষের চলাফেরা, খাওয়া-দাওয়াসহ সামজিক কর্মকান্ড প্রায় একই রকম। আপদে বিপদে সর্বাবস্থায় আমরা একই সাথে থাকবো। বাংলাশে ও ভারত দু’দেশের মানুষের স্বার্থ রক্ষায় আমরা এক সাথে কাজ করতে চাই। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী মিসেস রুচি সালমা, সহকারী হাইকমিশনারের সহধর্মিনী নন্দিতা কুমার রায়না, তাদের সফরসঙ্গী হোসেন মোহাম্মদ শফিউল্লাহ ও তার সহধর্মিনী, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ ব ম মোসাদ্দেক, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুসহ সাংবাদিকবৃন্দ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বিশেষ আমন্ত্রনে দু’দিনের ব্যক্তিগত সফরে শনিবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা চেয়াম্যানের চাপড়াস্থ বাসভবনে পৌছান। সেখানে দু’দিন অবস্থানকালে তিনি খোলপেটুয়া ও মরিচ্চাপ নদীতে নৌকা ভ্রমন করেন। মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কসহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা স্থানসমূহ ঘুরে দেখেন। এছাড়াও উপজেলা চেয়ারম্যানের চিংড়ী খামার ও আইস ফ্যাক্টরী পরিদর্শন করেন। রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় শেষে দুপুরে আশাশুনি উপজেলা চেয়ারম্যান এর বাসায় মধ্যাহ্ন ভোজ শেষে বিকালে তিনি আশাশুনি ত্যাগ করেন। এদিকে, ভারতীয় সহকারী হাইকমিশনার সস্ত্রীক আশাশুনির মত নিন্মাঞ্চলে রাত্রিযাপনসহ দু’দিন সফর করায় তাদের প্রতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম আশাশুনিবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি আশাশুনির উন্নয়নে ভারতীয় দূতাবাসকে ভূমিকা রাখতে অনুরোধ জানান।