
নব কুমার দে, তালা থেকে: তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া মসজিদটি একটি ঐতিহাসিক, ঐতিহ্যবাহী মসজিদ। ভারতের আগ্রায় অবস্থিত তাজমহলের অপরূপ নির্মাণশৈলীকে সামনে রেখে নির্মিত হয় মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন তেঁতুলিয়া মসজিদ। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে সালাম মঞ্জিলের প্রতিষ্ঠাতা বৃটিশ সরকারের ম্যাজিস্ট্রেট জমিদার কাজী সালামতুল্লাহ মসজিদটি নির্মাণ করান। মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় ১৮১৫ খ্রিস্টাব্দে। মসজিদটি কবি সিকান্দার আবু জাফর সড়কের পূর্ব পাশে অবস্থিত। মসজিদটিতে সাতটি দরজা। প্রতিটি দরজার উচ্চতা ৯ ফুট ও প্রস্থ ৪ ফুট। দরজার উপর রয়েছে বিভিন্ন রঙের কাঁচের ঘুলঘুলি। ভিতরে রয়েছে ২ টি পিলার। ১০ বর্গফুট বেড় বিশিষ্ট ১২ টি পিলারের উপর মসজিদের ছাঁদ নির্মিত। চুন সুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদটিতে ১৫ ফুট উচ্চতা বিশিষ্ট ৬ টি বড় গম্বুজ, ৮ ফুট উচ্চতা বিশিষ্ট ১৪ টি মিনার রয়েছে। ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট চারকোনে ৪ টি মিনার রয়েছে। মসজিদটির উত্তর পাশে রয়েছে একটি সুগভীর পুকুর। পুকুরের তলদেশ থেকে সিঁড়ি উঠে গেছে মসজিদ চত্বরে।
কালের বিবর্তনে সঠিক রক্ষণাবেক্ষনের অভাবে এমন ঐতিহাসিক মসজিদটি আজ জৌলুশ হারিয়ে ফেলেছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ সুদৃষ্টি দিলে মসজিদটি আরো শ্রীবৃদ্ধি ঘটনো সম্ভব হতো বলে মনে করেন এলাকার মানুষ।