
ইমান আলী: বাপ্পি মিস্ত্রী নামের একজন ১০বছর বয়সি ছেলে সোমবার (১৮ নভেম্বর) ভোর ৬ টার দিকে হারিয়ে গিয়েছে।
হারানোর সময় তার পরেনো ছিলো ব্লু রংয়ের গোলগলা গেন্জ্ঞি ও ছাইমাটি কালারের থ্রি কোয়ার্টার প্যান্ট। তার গায়ের রং শ্যামলা ।
সে খুলনা জেলার পাইকগাছা থানার শ্রীকন্টপুর এলাকার বাসিন্ধা।ও একই এলাকার ভবানিপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন দয়া করে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য তার পরিবার থেকে অনুরোধ করা হয়েছে।
আজমীর হোসেন
০১৭৬৭৬৩৮২৪৭/০১৭৪০২৭৩৩৪৪
বিষয়টি শেয়ার করে ছেলেটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে সহযোগীতা করুন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে নিউজটি শেয়ার করুন ।