
আন্তর্জাতিক ডেস্ক:
তিউনিসিয়া উপকূলে ফের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে আফ্রিকার সাব-সাহারান থেকে যাওয়া অন্তত ১৯ শরণার্থী ও অভিবাসীর মৃত্যু হয়েছে। আজ রোববার মানবাধিকার এক গোষ্ঠী জানিয়েছে, তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিলেন। খবর আল-জাজিরার।
ফোরাম ফর সোশাল অ্যান্ড ইকোনমিক রাইটসের (এফটিডিইএস) কর্মকর্তা রমাদান বিন ওমর বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, নৌকাটি স্ফ্যাক্সের সমুদ্রসৈকত থেকে রওনা দিয়েছিল। এরপর এটি তিউনিসিয়ার মাহদিয়া উপকূলের কাছে ডুবে যায়।
তিনি আরও বলেন, তিউনিসিয়ার কোস্ট গার্ড ডুবে যাওয়া নৌকাটির ৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এ নিয়ে তিউনিসিয়ার কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সবশেষ এ নৌকাডুবির আগের চারদিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সের কাছে অভিবাসনপ্রত্যাশীদের ৫টি নৌকা ডুবেছে। এতে ৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে অন্তত ৬৭ জন।
এদিকে ইতালির এএনএসএ সংবাদসংস্থা বলেছে, ২৪ ঘণ্টার মধ্যে দুই হাজারের বেশি আশ্রয়প্রার্থী ইতালির লাম্পেদুসা দ্বীপে এসেছে। সংবাদ সংস্থাটি এতো সংখ্যক শরণার্থীর আসাকে রেকর্ড হিসেবে উল্লেখ করেছে।