
তালা প্রতিবেদক: তালার পাবলিক হাইস্কুলের এ্যাডহক কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন সাংবাদিক মীর জাকির হোসেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ কমিটি ঘোষনা করেছে বলে জানা গেছে। তালা পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ মহিউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক মীর জাকির হোসেন সুনামের সহিত তালা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,জেলা পরিষদ সদস্য, তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন ।
পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ মহিউদ্দীন জানান, পদাধিকারবলে আমি সদস্য সচিব ও শিক্ষক আব্দুর ছাত্তার গাজী,অবিভাবক রফিকুল ইসলাম কে সদস্য করে ৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এই কমিটি আগামী ৬ মাস দায়িত্ব পালন করবেন এবং এই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করনে।
এদিকে মীর জাকির হোসেন কে তালা পাবলিক হাইস্কুলের আহবায়ক নির্বাচিত হওয়ায় তালা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সহ-সভাপতি ইন্দ্রজীৎ দাশ বাপী, নারায়ন মজুমদার, সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, সহ সকল সদস্যবৃন্দ।