
তালা প্রতিনিধি :
তালায় করোনা পরিস্থিতি মোকাবেলায় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য সরকারিভাবে ৫ টন চাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
এর অর্থে রবিবার (২৯ মার্চ) দুপুরে তালা উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাথমিকভাবে ১৫০টি পরিবারের মধ্যে চালসহ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু উপস্থিত ছিলেন।
প্রতিজনকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল ও ১ পিস করে সাবান সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানা গেছে।