
শেখ ইমরান হোসেন, তালা থেকে: তালার জেয়ালা নলতা জামে মসজিদে জুম্মার নামাজরত অবস্থায় মোমিন গাজী (৫৮) নামক এক মুসাল্লি মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহী……….রাজেউন)। তিনি জেয়ালা নলতা গ্রামের মৃত ইব্রাহিম গাজীর ছেলে।
মোমিন গাজীর ভাইপো শাহাবুদ্দিন বিশ্বাস জানান, আমার চাচা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। তিনি জুম্মার নামাজের জন্য শুক্রবার বেলা বারোটার দিকে খেজুরবুনিয়া বাজার জামে মসজিদে যান। পরবর্তীতে আমরা জানতে পারি নামাজ পড়া অবস্থায় মসজিদের ভিতরে তিনি মৃত্যুবরণ করেছেন।
মসজিদের মুসল্লি রমজান শেখ জানান, আমার পাশেই মমিন গাজী চাররাকাত সুন্নাত নামাজ পড়তে ছিলেন। চার রাকাত সুন্নত নামাজের দুই রাকাত শেষ করে তৃতীয় রাকাতে সিজদারত অবস্থায় থাকতে দেখি। আমরা সুন্নাত নামাজ শেষে তাকে ডাক দিলে তিনি পাশ ফিরে পড়ে যান। পরবর্তীতে বুঝতে পারলাম তিনি মারা গেছেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে সহ অসংক্ষ গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।