তালা: আগত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালায় পাটকেলঘাটা থানার ধানদিয়া পাঁচপাড়া ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের মৌলভী বাজার চত্বরে নির্বাচনী পথ সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের এমপি প্রার্থী, জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্। উক্ত ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. আমির আলী গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,তালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শেখ সসিরাজুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন জাপার সভাপতি প্রভাষক মো. আবুবক্কর গাজী, সাধারন সম্পাদক মো. মানিক হোসেন মোড়ল, নগরঘাটা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মুহাঃ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক ডা. নজরুল ইসলাম, জাতীয় যুবসংহতির তালা উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি এস.এম তকিম উদ্দীন, নগরঘাটা ইউনিয়ন সভাপতি মো. শাহিনুর রহমান, ধানদিয়া ইউনিয়ন যুব সংহতির সভাপতি সিদ্দিকুর রহমান মোড়ল, ওয়ার্ড জাপার সাধারন সম্পাদক মো. আজিজুর রহমান, জাতীয় ছাত্র সমাজের ধানদিয়া ইউনিয়ন সিনিঃ সহ- সভাপতি আহসান হাবিব, ছাত্র সমাজের ওয়ার্ড সভাপতি মোঃ আরাফাত হোসেন গাজী, সাধারন সম্পাদক মোঃ নাইম হোসেন গাজী, ৩নং ওয়ার্ড জাতীয়ছাত্র সমাজের সভাপতি মো. ওবায়দুল্ল্যাহ খান,সাধারন সম্পাদক মুহাঃ কারিমুজ্জামান, জাতীয় ছাত্র সমাজের নগরঘাটা ইউনিয়ন সভাপতি মো. রাসেল আনছারী, সহ- সভাপতি আরাফাত হোসেন, সাধারন সম্পাদক মো. সজিব হোসেন আনছারী প্রমুখ। এসময় প্রধান অতিথি মন্ত্রী থাকাকালে দক্ষিনপশ্চিমাঞ্চলে নজির বিহীন উন্নয়ন করেন তাঁর চিত্র তুলে ধরে বলেন, পল্লীবন্ধু হাতধরে মানুষের কল্যানে নিবেদিত হয়ে কাজ করেছেন। তিনি আগত এম,পি নির্বাচনে প্রার্থী সকলের নিকট দোয়া কামনাসহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলামকে সমার্থন করার অনুরোধ জানান।
তালার ধানদিয়া ইউনিয়নের মৌলভী বাজারে নির্বাচনী পথ সভায় এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্
পূর্ববর্তী পোস্ট