
নিজস্ব প্রতিবেদক:
মানুষের জন্য মানুষ এই স্লোগানকে সামনে রেখে সংগ্রাম ক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। সংগ্রাম ক্লাব সাতক্ষীরা জেলার তালা উপজেলায় একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০১৩ সালের ১২ই ডিসেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী কার্যক্রম। স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বার্ষিক ওয়াজ মাহফিল, ঈদে মিলাদুন্নবী, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান, ঈদে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে এই সামাজিক সংগঠনটি। মঙ্গলবার বিকাল ৪ টায় আমড়াডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কেক কর্তন ও আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাসদ সমর্থিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সংগ্রাম ক্লাবের সাধারণ সম্পাদক-এস এম আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক, আশরাফুল ইসলাম, সুজন মোড়ল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ইয়াসিন মোড়ল, সহ দপ্তর সম্পাদক রাসেল মোড়ল, কার্যকরী সদস্য রায়হান শেখ, সদস্য, ইয়াসিন, মিলন, রানা, ফিরোজ প্রমুখ।