নজরুল ইসলাম, তালা থেকে: আগামী ১০ জুন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সম্মেলন সফল করতে তালায় প্রস্তুতি সভা অনুষ্টিত হয়ে। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তালা উপজেলার পাটকেলঘাটা বাজার চত্বরে জাতীয় যুব সংহতীর তালা উপজেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি এসএম তকিম তদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাপার সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল বাশার, শেখ মাসুদ হাসান মনি, সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম খাঁন, যুব সংহতি নেতা কাজী আসাদ, শেখ ইকবাল হোসেন, বাহারুল ইসলাম, আবু মুছা শেখ, আব্দুল মান্নান, মাহবুবুর রহমান বিস্বাস, জাতীয় পার্টির নেতা মকবুল সরদার, শ্রমিক পার্টির তালা উপজেলা সাধারন সম্পাদক আশিকুর রহমান মিলন, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলার সভাপতি নজরুল ইসলাম রাজু প্রমুখ।
তালায় যুব সংহতির প্রস্তুতি সভা
পূর্ববর্তী পোস্ট