
নজরুল ইসলাম, তালা থেকে:
তালার জাতপুর গ্রামে পারিবারিক কলহ জনিত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধে চাচা কাদের বক্স সরদার(৭০) খুন হয়েছে। নিহত কাদের বক্স সরদার জাতপুর গ্রামের মৃত বাবরআলী সরদারের ছেলে। এঘটনায় ২ জনকে আটক করেছেন তালা থানা পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলেন, তালার জাতপুর গ্রামের খোদ বক্স সরদারের ছেলে রাজু সরদার ও খোদ বক্স সরদারের জামাই খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নোয়াকাটি গ্রামের ইমরান হোসেন।
জানা যায়, রবিবার(১২ মার্চ) দুপুর আনুমানিক ২ টার দিকে তালা সদর ইউনিয়নের জাতপুর গ্রামে পারিবারিক কলহ জনিত তুচ্ছ ঘটনার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিট শুরু হয়। মারপিটের এক পর্যায়ে খোদ বক্স সরদারের জামাই ইমরান হোসেন চাচা শশুড় কাদের বক্সকে লাঠি দিয়ে আঘাত করে। এসময় কাদের বক্স সদারের ভাইপো রাজু সরদার মারপিটে জড়িত ছিলেন। ঘটনাস্থলে চাচা শশুড় কাদের বক্স সরদার বেহুস হয়ে পড়লে এলাকবাসীর সহযোগিতায় তালা হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা অন্তে মৃত ঘোষনা করেন। তৎক্ষণাত এলাকবাসী পুলিশ প্রশাসনকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে ২ জন আসামী কে আটক করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন, তালার (তালা-পাটকেলঘাটা) সিনিয়র সার্কেল এসপি মো: সাজ্জাদ হোসেন, তালা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ,তালা থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন।
তালা থানার পরিদর্র্শক (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত কাদের বক্স সরদারের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হচ্ছে। এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ কে আটক করা হয়েছে।সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।