নিজস্ব প্রতিবেদক, তালা:
সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়ায় এক প্রবাসীর বাড়িতে অজ্ঞান পার্টির কবলে পরে জ্ঞান হারিয়েছে একই পরিবারে চার সদস্য। ওই সময় নগদ টাকা সর্নালঙ্কার সহ মোবাইল ফোন চুরি করেছে দূর্বিত্তরা বলে পরিবারের দাবী।
এদিকে ঘটনার পরে স্থানীয়রা পরিবারের ৪ সদস্যকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা করিয়েছে বলে জানা গেছে। বুধবার (২৯ মার্চ) রাতে ধানদিয়া ইউনিয়ের সেনেরগাতি এলাকায় ইয়াকুব আলি দফাদারের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে ।
ভুক্তভোগী ওই পরিবারের সদস্য ইয়াকুব আলি দফাদার জানান, রাতে তারাবি নামাযের আগে ভাত খাওয়ার সময় বাড়ির টিউবওয়েল থেকে পানি আনা হয়। পরে ওই পানি খাওয়ার পরে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। সকালে সুস্থ হয়ে দেখেন কয়েক হাজার টাকা সহ সাথে ২টি মোবাইল ফোন নিয়ে গেছে চোর চক্র । এছাড়া ঘরের গুরুত্বপূর্ণ কাগজ পত্র নিয়ে গেছে বলে তিনি দাবী করেন।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে টিউবওয়েলে পানিতে পর্যাপ্ত পরিমানে ঘুমের ঔষধ মিশিয়ে চক্রটি ওই পরিবারের আরেক এক সদস্য প্রবাসী নূরুল ইসলাম মুঠোফোনে প্রতিবেদককে জানান, তিনি দেশের বাইরে থাকেন।রাতে অজ্ঞান পার্টির কবলে পড়ে তার পরিবারের নগদ টাকা, স্বর্নালংকার খোয়া গেছে । এ ঘটনায় তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে।