
আকবর হোসেন: সাতক্ষীরার তালা-খলিলনগর রাস্তাটি মরন ফাঁদে পরিনত হয়েছে ৷ প্রধান সড়কের কালর্ভাটটি ২ মাস যাবত ভাঙ্গলেও টনক নড়ছে না কতৃ্পক্ষের ৷ অতিদ্রুত মেরামতের দাবী জানিয়েছেন এলাকাবাসী ৷
শুক্রবার ১৯জুন সরজমিনে গিয়ে দেখা যায়, তালা উপজেলা হতে খলিলনগর ইউনিয়নে যাওয়ার পথে বারুইহাটি এবং খলিলনগর এর তিন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় কার্লভাটটি ভেঙ্গে গেছে ৷ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ৷ খলিলনগর ইউনিয়ন হতে প্রতিনিয়ত হাজার মানুষের চলাচলককেরে থাকে, একমাত্র রাস্তাটির কার্লভাটি অতিদ্রুত মেরামতের দাবী জানিয়েছেন এলাকাবাসী ৷
এছাড়াও তালা উপজেলা হতে মহান্দী যাতায়াতের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ৷ রাস্তাটি অতিদ্রুত মেরামতের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা ৷ তারা বলেন, এখন বর্ষাকাল শুরু হয়েছে ৷ রাস্তাটি খানা খন্দে ভরে গেছে ৷ চলাচলের সময় কাঁদা মাটি লেগে প্রতিনিয়ত কাপড় চোপড় নষ্ট হয়ে যায় ৷ সেজন্য অতিদ্রুত রাস্তাটি মেরামতের করা প্রয়োজন ৷
এ বিষয় খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু বলেন, কার্লভাটটি অনেকদিন যাবত ভেঙ্গে গেছে ৷ আমি উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা ইঞ্জিনিয়ারকে সরেজমিনে দেখিয়েছি ৷ এখনও কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি ৷ এছাড়াও তালা হতে মহান্দী যাওয়ায় রাস্তাটি খানা খন্দে ভরে গেছে, চলাচলে খুবইয় অসুবিধা হচ্ছে ৷ অতিদ্রুত মেরামতের জন্য দাবী জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার মজিদ মোল্লা বলেন, কার্লভাটটি মেরামতের জন্য ঢাকায় লিখে পাঠিয়েছি ৷ অনুমোদন পেলে কাজ করা হবে ৷