
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ
সাতক্ষীরার তালা উপজেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। স্বাস্থ্যকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবার টিকাদানে অভাবনীয় সাফল্য অর্জন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উপজেলা কো-অর্ডিনেশন সভায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
সভায় ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট শেখ সাহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ¦ ডা. মাহমুদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মো. জাহাঙ্গীর, আম্রকানন মাদরাসার সুপার মাওলানা শাহাজান আলী, স্যানিটারি ইন্সপেক্টর মো. খায়রুল ইসলাম এবং তালা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা তাওহীদুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস জানান, তালা উপজেলায় স্কুল পর্যায়ে ৪৭,৮০৫ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৪৪,৪৩৩ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে, যা মোট ৯৮% কভারেজ। মাত্র ৩১৮ জন শিক্ষার্থী টিকা নেওয়া থেকে বাদ পড়েছে। পুরো ক্যাম্পেইন চলাকালে কোনো ধরনের শারীরিক জটিলতা বা পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি, যা কার্যক্রমের সাফল্যকে আরও উজ্জ্বল করেছে। এ সফল বাস্তবায়নের মাধ্যমে তালা উপজেলা খুলনা বিভাগে ৬ষ্ঠ স্থান এবং সাতক্ষীরা জেলায় প্রথম স্থান অধিকার করেছে।
সভায় বক্তারা বলেন “এ সাফল্য উপজেলার শিক্ষক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামীতেও এভাবে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।” সভায় বক্তারা টাইফয়েড প্রতিরোধে নিয়মিত টিকাদান, বিশুদ্ধ পানি ব্যবহার ও পরিচ্ছন্নতার বিষয়ে জনগণকে আরও সচেতন হওয়ার আহŸান জানান।

