ব্রহ্মরাজপুর (সাতক্ষীরা সদর) প্রতিবেদক:
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অগ্নিঝরা ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। ৭ মার্চ (মঙ্গলবার )সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যে রাখেন অভি সাধু, নাঈম হোসেন, হুমায়ূন কবির প্রমুখ। আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্ব সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।