
আল মাহফুজ: আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু করে ১১টা পর্যন্ত ০২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ মাহমুদ পাপা নির্বাচনী গণসংযোগ করেন। এসময় তিনি ডালিম প্রতিকের সমর্থকদের নিয়ে টাউন ক্লাবের পাশের গলি দিয়ে গালর্স স্কুলের পিছনের রাস্তা দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যান এবং ডালিম প্রতিকে ভোট দেয়ার জন্য আহবান জানান। সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির বাড়ির চারপাশের এলাকায় গণসংযোগ করেন। এসময় জাতীয় পার্টিও এর অংঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং বাংলাদেশ আওয়ামী লীগ ০২নং ওয়ার্ড শাখার বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।