কলারোয়া ব্যুরো: বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে মো. আমানুল্যাহ সভাপতি এবং আব্দুল মালেক গাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ শিক্ষক সমিতি, সাতক্ষীরা ভবনে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলার ৭ উপজেলা থেকে শিক্ষক অনুপাতে নির্বাচিত ৪১ জন ডেলিগেট ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি ২ প্রার্থীর মধ্যে কলারোয়ার মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমানুল্যাহ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি শ্যামনগর উপজেলার নাকিলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ২ জনের মধ্যে সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি জি,এম মিজানুর রহমান পেয়েছেন ১৯ভোট। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মো.আব্দুর রাজ্জাক। সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৪১ টি পদের বিপরীতে মাত্র দুটি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট অনুষ্ঠিত হয় বলে জানা যায়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। সমিতির পক্ষ থেকে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।