নিজস্ব প্রতিবেদক: জেলাব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে তেমন কোন প্রভাব পড়েনি। দূরপাল্লার গণপরিবহন সাতক্ষীরা থেকে ছেড়ে না গেলেও অন্যান্য যান চলাচল ছিল স্বাভাবিক। তবে যাত্রীবাহী বাস চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কম। সড়কে জামাত বিএনপির কোন পিকেটার দেখা যায়নি। এদিকে, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজসহ জামায়াত-বিএনপির ১৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন জানান, জামায়াতের জেলা সেক্রেটারি সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটা থানার আহসাননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টহল পুলিশ। প্রসঙ্গত, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫৬ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। মোতায়েন রয়েছে কয়েক প্লাটুন বিজিবি সদস্য।
জেলা জামায়াতের সেক্রেটারিসহ ১৮ জন গ্রেপ্তার
পূর্ববর্তী পোস্ট