স্পোর্টস ডেস্ক :
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে এমন জয়ে গোল পেয়েছেন করিম বেনজেমা ও মার্কো আসেনসিও। দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন ভিনিসিউস জুনিয়র। এই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকলো লস ব্লাঙ্কোসরা।
ঘরের মাঠে এদিন ম্যাচের ২১ মিনিটেই লিড নেয় রিয়াল। এ সময় ডি বক্সের বাইরে থেকে ক্রসে ভিনিসিউস জুনিয়রকে বল বাড়িয়ে দেন এক সতীর্থ। পা বাড়িয়ে ভলিতে গোল করার চেষ্টা করেন ভিনিসিউস। কিন্তু চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা বাম হাত দিয়ে সেটার গতিপথ বদলে দেন। কিন্তু বল পেয়ে যান গোললাইনের সামনে থাকা বেনজেমা। তিনি বাম পায়ের আলতো টোকায় বল নিয়ে জালে ঢোকেন।
বিরতির পর ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় বামদিকে বক্সের মধ্য থেকে বক্সের বাইরে থাকা আসেনসিওকে উদ্দেশ্য করে বল বাড়িয়ে দেন ভিনিসিউস। আসেনসিও সেটা পেয়েই শট নেন। বল গোলরক্ষকের নাগাল দিয়েই জালে জড়ায়।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
ফিরতি লেগে আগামী বুধবার চেলসির মাঠে মুখোমুখি হবে দল দুটি। দেখার বিষয় ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারে কিনা ইংলিশ ক্লাবটি।