
দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতের মনোনীত নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বাংলাদেশের রাজনীতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে রাজনীতির কথা আলোচনা করতে গিলে আমাদের রিদয়ে ব্যাথা সঞ্চিত হবে আমাদের চোখে পাখি চলে আসবে। রাজনীতি দল শব্দের মানে তো নাতির রাজা হলো রাজনীতি। সে রাজনীতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে রাজনীতি আজ কালো অধ্যায় সূচনা করেছে বাংলাদেশে। কালো মেঘ যেমন গ্রাস করে সেরকম রাজনীতির কালো অধ্যায় আমাদেরকে গ্রাস করে ফেলেছে। যে রাজনীতি দলের নেতৃত্ববৃন্দরা হবেন পরোপকারী, ভদ্র, উচ্চশিক্ষিত, মার্জিত, ন¤্র, বিনয়, সেই রাজনীতি দলের দূর্ভাগ্যজনক অবস্থায় আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ভিতরে এই গুন লক্ষ্য করতে পারছিনা। ৫ আগষ্টের পর হিন্দুরা ভেবেছিলো দেশে আমাদের বসবাস করা সম্ভব হবেনা পূজা উদযাপন করতে পারবো না কিন্তু আমরা আশ্চর্য হলাম বা দেখতে পেলাম জামায়াত ইসলামী, ইসলামী ছাত্রশিবির, মাদ্রাসার ছাত্র শিক্ষক মসজিদের ইমাম বিভিন্ন ধর্মীয় ব্যক্তি আমাদের পূজা মন্ডব, বাড়িঘর পাহারা দিয়েছে।
তিনি আরো বলেন, জামায়াত ইসলামী একটি মাজলুম রাজনীতি দল। আমাদের উপর যে জুলুম নির্যাতন চালানো হয়েছে সে কথা আপনারা সবাই জানেন। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী তিনি শুধু দলের কোন ব্যক্তি না তিনি সারা দুনিয়ার সম্পদ, মুসলমানদের সম্পদ ছিলেন। তারমত ব্যক্তির বিষপূরক করে শহীদ করেছেন। আমরা মাজলুম সংগঠন আপনারা আমাদের সাথে থাকেন আর দেখেন জামায়াত ইসলামীর আচারণ ,ব্যবহার আগামী দিনের দেশ পরিচালনা কিভাবে করতে পারি সেজন্য আপনার সহযোগিতা ও সহানুভুতি কামনা করি। আমরা এই বাংলাকে সোনার বাংলায় পরিণত করার জন্য। সোনার বাংলায় পরিণত করার জন্য প্রয়োজন হলো সোনার মানুষ। আমরা মানবতার পাশে দাঁড়িয়ে সকল অভাবি, বঞ্চিত, দূর্ভাগ্য জনতার সৌভাগ্য কপাল খুলে দেওয়ার জন্য আমরা ভুমিকা রেখেছি। আমরা একটি আদর্শ শিক্ষানীতি প্রয়োগ, সুশিক্ষিত নাগরিক, যোগ্য নেতৃত্ব চাই। এদেশে খেটে খাওয়া দিনমুজুরদের পাশে থেকে তাদের মুখে হাঁসি ফুটাতে চাই। আমরা কোটি কোটি যুবকদেরকে বেকারত্ব দূর করে দিয়ে তাদের হাতে সঠিক কাজ তুলে দিয়ে যোগ্য নাগরিক হিসাবে তৈরি করে তুলতে চাই। আমরা একটি সুন্দর সমাজ ,সুন্দর দেশ গঠতে চাই। বাংলাদেশের যে পানি সম্পদ ,খনিজ সম্পদ, মৎস সম্পদ আল্লাহ তায়ালা আমাদেরকে দিয়েছে এই সম্পদ যদি ভালো মানুষের হাত দ্বারা কাজে লাগাতে পারি তাহলে আমাদের বিদেশের কাছে ভিক্ষা জন্য ঘুরতে হবে না। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় ৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে বড়শান্তা বাজারে নির্বাচনী পথসভায় পারুলিয়ায় ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুস সামাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা অধ্যাপক ওমর ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, ফিংড়ি ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান হাবিবুর রহমান, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন, সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ববৃন্দরা।