
স্পোর্টস ডেস্ক:
ভারতের ক্রিকেট অঙ্গনের বেশ ক’জন হিরোকে নিয়ে সিনেমা তৈরি করা হয়েছে। এমএস ধোনিকে নিয়ে নির্মাণ করা সিনেমা ব্লকবাস্টার হয়েছে। আজহারউদ্দিন, কপিল দেবকে নিয়ে সিনেমা হয়েছে। শচীনকে পর্দায় ফুঁটিয়ে তোলার চেষ্টা হয়েছে।
এবার মহারাজ খ্যাত বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। বাঁ-হাতি এই ব্যাটার ভারতীয় জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে একটা জায়গা থেকে ভারতকে অন্য জায়গায় তুলতে ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে ভারত সাহসী ক্রিকেট খেলতে শুরু করে। দেশের বাইরে ওয়ানডে, টেস্ট জিততে শুরু করে।
ওই গল্প এবার বড় পর্দায় ফুটিয়ে তোলা হবে। সৌরভ আগেই ‘এ সেঞ্চুরি ইজ নট এনাফ’ শিরোনামে বই লিখেছেন। বায়োপিকের অনেক কিছুই ওই বই থেকে পাওয়া যাবে। এর বাইরে তাকে যাতে পুরোপুরি পর্দায় তুলে আনা যায় সেজন্য কিছুদিন আগে পরিচালক, প্রয়োজকদের সঙ্গে মিটিং করতে মুম্বাই গিয়েছিলেন তিনি। তবে চিত্রনাট্য ঠিক হয়ে গেলেও ‘দাদা কিংবা মহারাজ’ খ্যাত সৌরভের চরিত্রে অভিনয় করবেন কে তা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে জানা গেল যে, রনবীর কাপুর মূল চরিত্রে অভিনয় করবেন। কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার এমনটাই জানিয়েছে।
শুরুতে রনবীরের সময় পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত তিনি নাকি কাজ করতে রাজী হয়েছেন। রনবীরের ব্যাপারে সৌরভও সম্মতি দিয়েছেন। এছাড়া রনবীরের বিকল্প হিসেবে হৃতিক রোশান ও সিদ্ধার্ত মালোত্রার নাম ছিল তালিকায়। বলিউড তারকাদের মধ্যে ভালো ক্রিকেট খেলেন রনবীর। সৌরভের চরিত্রে কাজ করতে সুবিধা হবে তার।