
আশাশুনি প্রতিবেদক: জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতির মহাসচিব ফনি ভূষণ মালো (৬৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাত্র ১০.৪৫ টায় তিনি মৃত্যুবরণ করেন।
ফনিভ‚ষণ মালো ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে তিনি ঢাকা পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। শনিবার বেলা ৩ টার দিকে মানিকগঞ্জ জেলার শিবালয় (আরিচা) শ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়। কেন্দ্রীয় মহা সচিবের মৃত্যুতে কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, জেলা সেক্রেটারী নিতাই ঢালী, সাতক্ষীরা কেন্দ্রীয় মৎস্যজীবি সমিতির সেক্রেটারী শিবপদ মন্ডল, উপজেলা সভাপতি অনীল কৃষ্ণ মন্ডল, সেক্রেটারী নাসির উদ্দিন, দেবহাটা সভাপতি রবীন, সেক্রেটারী ল²ণ ঘুঘু, কালিগঞ্জ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, শ্যামনগর সভাপতি মধুজিৎ রপ্তান, সেক্রেটারী খলিলুর রহমান, সদর উপজেলা সভাপতি বিশ্বনাথ মন্ডল, তালা সভাপতি গণেশ বর্মণ, সেক্রেটারী আফজাল হোসেন প্রমুখ শোক জ্ঞাপন, পরিবারের সদস্যদের শান্তনা প্রদান ও বেদহী আত্মার সদগতি কামনা করেছেন।