
নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভ্যান ও রিক্সা বিতরন করলেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
বিতরন শেষে ডাঃ আফম রুহুল হক এমপি বলেন, দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার কথা চিন্তা না করলে আমাদের আশাশুনি উপজেলায় তার উপহার স্বরুপ এ ভ্যান ও রিক্সা গুলি পাঠাতেন না। যেহেতু তিনি দেশের প্রতিটি মানুষের কথা ভাবেন সেহেতু আমাদেরকেও তার কথা ভাবা উচিত।
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ত্রান ও সমাজ কল্যান উপ-কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দারিদ্র বিমোচনে মানবিক উপহার হিসেবে ভ্যান ও রিক্সা বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভ্যান ও রিক্সা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ আফম রুহুল হক এমপি’র একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নীলকন্ঠ সোম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম মুন্সি, আশাশুনি থানা ইন্সপেক্টর তদন্ত বিশ্বজিৎ অধিকারী, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন, তুফান, তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ডালিম, শেখ মিরাজ আলী, আব্দুল আলিম মোল্যা, দিপংকর সরকার দ্বীপ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রভাষক দিপংকর বাছাড় দীপু, আলাউদ্দিন লাকিসহ ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।