এস এম আতিয়ার রহমান,মনিরামপুর (যশোর) থেকে :
যশোরের মনিরামপুর ঐতিহ্যবাহী মনিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। প্রার্থীদের প্রচারণায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুখরিত থাকছে প্রেসক্লাব অঙ্গন। প্রেসক্লাবের এ নির্বাচন নিয়ে সরকারি, বেসরকারি অফিস আদালতসহ বিভিন্ন স্থানে চলছে আলোচনা। প্রার্থীদের বিভিন্ন পদে অবস্থান নিয়ে ও কাকে কাকে ভোট দিবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এ নির্বাচনে দৃষ্টি রয়েছে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের। আগামী ২৮ সেপ্টেম্বর মনিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
এতে মোট ভোটার সংখ্যা ৪৯ জন। এ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে স্থানীয় সময়ের খবর পত্রিকার প্রতিনিধি এস এম সিদ্দিক, অর্থ সম্পাদক পদে দৈনিক সত্যপাঠ ও সংবাদ পত্রিকার প্রতিনিধি ডঃ মিজানুর রহমান ও দপ্তর সম্পাদক পদে দৈনিক গ্রামের কাগজের ও কালবেলার মনিরামপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন (সোহান) বিনা প্রতিদ্ব›দ্বী নির্বাচিত হয়েছেন। এবং সাধারণ সম্পাদকসহ ১৪ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪টি পদে নির্বাচনী প্রতিদ্ব›িদ্বতা করছেন ২৭ জন প্রার্থী।
তারা হলেন সভাপতি পদপ্রার্থী প্রতিদিনের কন্ঠ পত্রিকার ও গ্রামের কন্ঠ সম্পাদক শাহিনুর রহমান পান্না, দৈনিক সমকাল ও লোকসমাজের এস এম মজনুর রহমান, সহ-সভাপতি পদে দৈনিক যায়যায় দিন ও প্রতিদিনের কথার জিএম ফারুক আলম, স্পন্দনের সহকারি অধ্যাপক নুরুল হক, আলোকিত বাংলাদেশের ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর ও দৈনিক সমাজের কথার মোতাহার হোসেন (দুষ্টু) ও দৈনিক দিনকালের ও দৈনিক নোয়াপাড়া আসাদুজ্জামান রয়েল।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সকালের সময়ের অশোক কুমার বিশ্বাস, মানবজমিনের আবু বক্কর, মাই টিভির গ্রামের কন্ঠের প্রতিনিধি শরিফুল ইসলাম মেম্বার, সবুজ বাংলা ও জব টিভি চ্যানেলের তাজ উদ্দীন আহম্মেদ বাধন, প্রচার সম্পাদক পদে প্রতিদিনিরে কথার ও দৈনিক যশোরের আলিমুন হোসেন ও দৈনিক নওয়াপাড়া ও প্রভাতফেরীর হারুন-অর-রশিদ, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে দৈনিক পাঞ্জেরীর ও দৈনিক সত্যপাট শফিয়ার রহমান, দৈনিক গ্রামের কাগজ ও আলোকিত খবরের তাজাম্ম‚ল হুসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে সত্যপাঠের রবিউল ইসলাম, দৈনিক গ্রামের কাগজ দৈনিক আমাদের অর্থনীতির উজ্বল রায়, নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের বোরহান উদ্দীন জাকির, দৈনিক নয়াদিগন্ত ও স্পন্দনের আব্দুল মতিন, দৈনিক স্পন্দনের উৎপল বিশ্বাস, দৈনিক প্রবাহ ও দৈনিক ভোরের ডাকের অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, দৈনিক প‚র্বাঞ্চলের মনিরুজ্জামান, আমার সময়ের হুসাইন নজরুল, দৈনিক সমাজের কথার নেহালপুরের প্রতিনিধি ইউনুচ আলী, দৈনিক যাশোরের আনিছুর রহমান ও দৈনিক গোয়েন্দা সংবাদের মনোয়ার উদ্দীন আহম্মেদ , এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ০৯টা হতে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব কার্যালয়ে এ ১৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করে আছেন, এই তিন জন হলো এসএম সিদ্দিক সাংগঠনিক সম্পাদক, দৈনিক সময়ের খবর, ডাক্তার মিজানুর রহমান অর্থ সম্পাদক, দৈনিক প্রভাত ফেরি ও দৈনিক সংবাদ,এবং আব্দুল্লাহ আল মামুন (সোহান) দপ্তর সম্পাদক, দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক কালবেলা, এবং সাংবাদিকরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং মনিরামপুরবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন দেখাবেন এই প্রিন মিডিয়ার সাংবাদিকেরা।