
নিজস্ব প্রতিবেদক: ভায়ের জমি নিজের দাবী করে প্রায় সময় ঝগড়া বাধাতো বড়ভাই জুলু গাজী (৫২)। অবশেষে সেই জমির লোভেই আবার গোলযোগ করে ভায়ের স্ত্রীকে নির্মমভাবে হাতুড়ি পেটা করেছে জুলু গাজী। ঘটনাটি শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদরের থানাঘাটায় ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানায়, মধুর কেনা দেড় কাটা জমির লোভে প্রায়শই মধুর গায়ে পড়ে বিবাদে জড়ায় জুলু গাজী। শুক্রবার ভাই বাড়ি না থাকার সুযোগে আবারও গায়ে পড়ে বিবাদে জড়ায় জুলু গাজী। এসময় একা পেয়ে মধুর স্ত্রী লাইলি খাতুনকে (৪২) পিটিয়ে গুরুতর আহত করে জুলু গাজীর নেতৃত্বে তার স্ত্রী ও ছেলে ও তার ছোট বোন। এসময় তার মাটিতে ফেলে লাইলিকে কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে জুলু গাজী ও তার ছেলে লোহার রড ও হাতুড়ি দিয়ে পেটায় লাইলি খাতুনকে। লাইলির চিৎকারে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। জুলুদের হাতুড়ি পেটার শিকার হয়ে লাইলির মুখমন্ডল বিকৃত হয়ে গেছে। ভেঙেছে লাইলির বাম হাত। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।