
নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের মনিরামপুর উপজেলার শয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে হরিহরনগর ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি যশোর জেলা যুব মহিলা লীগের সহ সভাপতি সায়ানা আমজেদ প্রিয়া শুভ জন্মদিন উপলক্ষে ইফতার বিতরণ প‚র্ব ম‚হুত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন। এসময় উপস্থিত শিশু কিশোরদেরকে আগামী দিনের দেশ ও জনগণের সেবায় এগিয়ে আসতে পরামর্শ ম‚লক বক্তব্য দেন। আলোচনা শেষে ছাত্রলীগ নেতা ডিএম মাসুদ পারভেজের ১৯ তম জন্ম দিনে কেক কাটার মধ্য দিয়ে পালন করেন সবাই। এসময় জেলা যুব মহিলা লীগ সহ সভাপতি নাজমা ইমাম,সহ সভাপতি নাছিমা আক্তার,সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন খান লিজা,সহ সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন, শহর যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক লিমা সরদালর সহ কেশবপুর উপজেলার ছাত্রলীগের সাবেক যুুগ্ন আহ্বয়ক জাকির হোসেন চালুয়াহাটি ইউনিয়নছাত্রলীগনেতা এএস মিন্টু ছাত্রলীগ নেতা আবু তৈয়েব টুটুল সহ প্রম‚খ।