
সাতনদী অনলাইন ডেস্ক: যশোরের শার্শায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে জামেনা বেগম (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালক ভনু মিয়া (৪৮) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় শার্শার গোড়পাড়া কদবেলতলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামেনা বেগম শার্শার লক্ষণপুর পশ্চিমপাড়ার শামছুর সর্দারের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জামেনা বেগম মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে রওনা হন। পথে গোড়পাড়া কদবেলতলা মোড়ে পৌঁছালে একটি ছাগল রাস্তা পার হওয়ার সময় ছাগলের দড়িতে বেঁধে ভ্যান উল্টে যায়। এতে গুরুতর জখম হন জামেনা বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন ভ্যানচালক ভনু মিয়া।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।