ক্রীড়া ডেস্ক: জাতীয় দলের দুই অলরাউন্ডার মেতেছেন চ্যালেঞ্জ ছোড়ার খেলায়। একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আরেকজন তরুণ মোহাম্মদ সাইফউদ্দিন। মাঠে ফিরলেই ২ ওভারে সাকিবকে ২২ রান নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাইফউদ্দিন। সাকিবও চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফউদ্দিন লিখেছেন, ‘আজ সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জের প্রস্তাব দিয়েছি। আমি ২ ওভার বোলিং করব এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। সুজন (খালেদ মাহমুদ) স্যার থাকবে আম্পায়ার হিসেবে।’
আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী অক্টোবরে ক্রিকেটে ফিরবেন সাকিব। সাকিবের ক্রিকেটে প্রত্যাবর্তন উদযাপন করতেই নাকি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া।
সাইফউদ্দিন বলেছেন, ‘মজার বিষয় হলো সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহন করেছেন। যদিও সাকিব ভাই এর সমর্থক অনেক বেশি তারপর আমার জন্য দোয়া চাচ্ছি। করোনা পরবর্তি মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবে ইনশাআল্লাহ।’