
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগরের চিংড়াখালী যাদবপুর চৌরাস্তা মোড়ে জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭আগস্ট) জুমার নামাজ শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রামজীবনপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ বলেন, অনেক বিলম্ব ও জটিলতা অতিক্রম করে মসজিদের উপযোযোগী পরিবেশ সৃষ্টি এবং আজ প্রথম জুমার নামাজ আদায়ের মাধ্যমে নিয়মিত ওয়াক্তিয়া নামাজ আদায় সম্ভব হওয়ায় মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।
তিনি বলেন, সত্যিই চিংড়াখালী যাদবপুর চৌরাস্তা মুসলিম দের জন্য আজ একটি আনন্দের দিন শতশত মুসল্লি মসজিদে জুমার নামাজ আদায়ে আসার জন্য তাদের তিনি ধন্যবাদ জানান। পরে মসজিদের পেশ ইমাম শফিকুল ইসলাম এর খুতবার পর এ মসজিদের প্রথম জুমার নামাজে ইমামতি করেন মাওলানা কামরুল জামান। নামাজ শেষে মুসলিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, মসজিদটি ২০০৫ সালে পাঞ্জেগানা মসজিদ হিসাবে নামাজ শুরু হয় এবং চারিপাশে মুসলিম জনসংখ্যা কম থাকায় মসজিদটি জুমার নামাজ আদয় করা হত না আনেক দূরে জুমার নামাজ পড়তে যেতে হতো। বর্তমান সময় মুসলিম সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদটি জামে মসজিদ করা হয়।