গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক: ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’- এ শ্লোগানকে সামনে রেখে ২৮ আগস্ট (শনিবার) বেলা ১২টায় গৌরীপুর অফিসার্স ক্লাবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নিকহাত আরা। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর, খামার ব্যবস্থাপক শামীমা সুলতানা।
এ সময় সভাপতি মোছাঃ নিকহাত আরা অপরিকল্পিত মৎস্য হ্যাচারি, উন্মুক্ত জলাশয়ে কারেন্ট জালের দৌরাত্ম্য বন্ধ, বাঁধ অপসারণ, পাকা সড়কের পাশে পুকুর খননে নিষেধাজ্ঞা, দখলকৃত খাল উদ্ধারে আইনী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরসহ দ্রæত সংকট সমাধানেরও আশ্বাস দেন।