
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি প্রেসক্লাবের সদস্য মুকুল শিকারীর পিতা সামছুর রহমান শিকারীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ীতে কুরআনখানি ও বাদ জোহর বাজার জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন, মসজিদের ইমাম মাওলানা শফিউল্লাহ। এসময় বাজার কমিটির নেতৃবৃন্দ ও মরহুমের সন্তানরা, আত্মীয় স্বজনগন ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মরহুম সামছুর রহমান শিকারী ২০২০ সালের ৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও বাজার কমিটির সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও বাজার জামে মসজিদের জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতিসহ একাধিক প্রতিষ্ঠানের সহযোগী এবং বিশিষ্ট সমাজ সেবক ছিলেন।