
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাদ ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে কাজের শুভ উদ্বোধন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার, মাধ্যমিক বিদ্যালয়ের সাম্প্রসারিত ভবন নির্মান কাজের ছাদ ঢালাই কাজ শুরু হয়েছে। কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী কাজের শুভ উদ্বোধন করেন। এসময় স্কুলের প্রধান শিক্ষক বাদশা, ঠিকাদার, স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।