
আব্দুর রশিদ: সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নে ব্যাংদহা বাজারের পাশ দিয়ে প্রবাহিত গাভা খাল খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। খালের উপর নির্মিত অবৈধ পাকা স্থাপনা অপসারণ না করেই খাল কাটা কাজ শেষ করা হয়েছে। সরোজমিন পরিদর্শনে দেখা যায়, সাতক্ষীরা শহরের সুলতানপুর, দহাখোলা, এলারচর, ব্যাংদহাসহ অত্র এলাকার ১৩ টি গ্রামের বর্ষার পানি গাভা খালে পড়ে। সেখান থেকে মরিচ চাপ হয়ে সাগরে মিশে যায়। তবে মরিচচাপ ও গাবা খালের সংযোগস্থলে পানি প্রবাহ নিয়ন্ত্রণের জন্য একটি সুইচগেট আছে। কিন্তু খালটির কিছু কিছু অংশে নামকাওয়াস্তে খনন করা হয়েছে।
অন্যদিকে নদীর মোহনা থেকে খালের স্যুইজ গেট পর্যন্ত খননে অনিয়ম করা হয়েছে। খালের ভেড়ি দখল করে ওঠা বিশাল আকার চারটি বিল্ডিং অপসারণ করা হয়নি। দখলমুক্ত না করেই কোন রকমে চেঁচে ছুলে খাল খনন করা হয়েছে। যার জন্য সুইচগেটের দুইটি গেটের মধ্যে একটি উন্মুক্ত থাকলেও অপরটি সরাসরি বন্ধ হয়ে গিয়েছে। ফলে পানি নিষ্কাশনে বিঘœ সৃষ্টি হয়েছে। সম্প্রতি সাতক্ষীরা পানি কমিটির বৈঠকেও পানি নিষ্কাশনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। তারপরও এখানে নজর নেই কারো। এ বিষয়ে জানতে সাতক্ষীরা উন্নয়ন বোর্ড ২ এর প্রকৌশলীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।