নিজস্ব প্রতিবেদক,শ্যামনগর: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াস এর পরবর্তী ৯ টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ১৪০০ জন মানুষের মাঝে নগদ ৫০০/- টাকা করে মোট সাত লক্ষ টাকা জি আর নগদ অর্থ প্রদান করা হয়েছে। ইউনিয়নের চাদনীমুখা হাইস্কুল মাঠে বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকে নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসাবে গড়ে তুলেছেন। তিনি বলেন, গাবুরা ইউনিয়নে শুনেছি প্রায়ই নাকি ত্রাণ নিয়ে দূর্নীতি হয় সে জন্য ডিসি মহোদয়ের নিদেশে আমরা আপনাদের মঝে উপস্থিত হয়েছি, ইতিমধ্যে আমাদের টেকসই বেড়িবাঁধ তৈরি করার জন্য অর্থমন্ত্রী সংসদে উপস্থাপন করেছেন। তিনি আরো বলেন, স্বজন হারানো বেদনা কি সেটি আমাদের প্রধানমন্ত্রী জানেন তিনি সবসময় গরীব অসহায় মানুষের কথা ভাবেন। আপনারা তার জন্য দোয়া করবেন। গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম সহ ইউনিয়নের সুধী মহল উপস্থিত ছিলেন।
গাবুরায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ
পূর্ববর্তী পোস্ট