নিজস্ব প্রতিবেদক: খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের মাঝে উপহার সামগ্রী (খাদ্য) বিতরণ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। শুক্রবার দুপুরে শহরের চালতেতলাস্থ খ্রিষ্টান পাড়ায় খ্রিষ্টান ধর্ম যাজক সহযোগীদের মধ্যে তিনি এ উপহার সামগ্রী বিতরণ করেন।
আসাদুজ্জামান বাবু’র দেশ-বিদেশের অবস্থানকারী আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের আর্থিক সহযোগিতায় উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, সারা বিশ্ব এখন মহাকান্তিকাল অতিবাহিত করছে। বাংলাদেশের অনেকেই আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে চিকিৎসক সহ প্রায় দেড়শতাধিক মানুষ মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। কিন্তু এ সংকটে কর্মহীন হয়ে পড়া মধ্যম শ্রেণির মানুষ বিপাকে পড়েছেন। তাদের সহযোগিতা করার জন্য এ উপহার সামগ্রী (খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী) পৌছে দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও ৪নং ওয়ার্ড আ’লীগে সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন, খ্রিস্টান সম্প্রদায় নেতা হেনরী সরদার প্রমুখ।