মেহেদী হাসান, খুলনা থেকে:
গাউছিয়া কমিটি বাংলাদেশ এর খুলনা জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে জশনে জুলুস (আনন্দ মিছিল), মিলাদ কিয়াম ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বৃষ্টিস্নাত সকালে নগরীর ময়লাপোতা থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সোনাপোতা স্কুলে এসে শেষ হয় এবং বিদ্যালয় প্রাঙ্গনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় গাউছিয়া কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসুলি অংশগ্রহণ করেন।
আলহাজ্ব মোহাম্মদ শাকিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানিক কাজী, মাস্টার মোহাম্মদ আলী, আলহাজ্ব মোঃ শওকত হোসেন, মোঃ মনসুর হেলাল, কাজী মোজাম্মেল হোসেন জাহিদ, এস এম নওশাদ আলী, মুসলিম ধর্ম প্রাণ জনসাধারণ ও গাউছিয়া কমিটি বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দ‚র করতে এই দিনে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এ মহা মানব। বিশ্বের মুসলিম স¤প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপ‚র্ণ বলেও জানান তারা।