কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম এর আওতায় মৎস্য চাষীদের মাঝে শনিবার সকালে উপকরণ হিসাবে পাবদা, গুলশা ও গলদা চিংড়ির পোনা মৎস্য অফিস চত্ত¡রে বিতরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার সভাপতিত্বে ও সহকারি মৎস্য অফিসার এম আলমগীর কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ২২ জন মৎস্য চাষীর মাঝে পাবদা, গুলশা ও গলদা চিংড়ির পোনা বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন। এসময় কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ১৬ জন চাষির মাঝে ২০০০ পিস করে পাবদা ও ২০০০ পিস করে গুলশা মাছের এবং ৬ জনের মাঝে ৮০০ পিস করে গলদা চিংড়ির পোনা বিতরণ করা হয়।