
আক্তারুজ্জামান,কেঁড়াগাছি প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তে ১২ টি স্বর্ণের বার সহ শীর্ষ চোরাকারবারি কামরুজ্জামান বুদু ওরফে সোনা কামরুজ্জামান কে(৩২)কে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধীন কাকডাঙ্গা বিওপি ও তলুইগাছা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে,গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে,গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর সবুর ও কাকডাঙ্গা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শহীদ হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশত সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার সীমান্তবর্তী কেড়াগাছি ইউনিয়নের মজুমদারের খাল এলাকায় কামরুজ্জামান বুদু ওরফে সোনা কামরু’র বসত বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় ৮৯,২৯,৪০৬/- (উননব্বই লক্ষ ঊনত্রিশ হাজার চারশত ছয়) টাকা মূল্যের ০১ কেজি ৮২৮ গ্রাম স্বর্ণের বারসহ শীর্ষ ঐ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। আটক কামরুজ্জামান (৪০), কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের পিতা আবুল হোসেন এর পুত্র। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে কচ্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঐ ১২ টি স্বর্ণের বারের ওজন ১৮৫০ গ্রাম। তলুইগাছা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আঃ সবুর ও কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার শামসুর রাহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।