নিজস্ব প্রতিবেদক: ভাল বীজে ভাল ফসল। কৃষকের আস্থা, কৃষকের প্রাণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটায় স্বনামধন্য প্রতিষ্ঠান ‘কালাম সীড হাউজ’ গড়ে উঠেছে। মঙ্গলবার হাটি হাটি পা পা করে ১১ বছর অতিক্রম করে ১২ বছরে পদার্পণ করল কালাম সীড হাউজ।
দীর্ঘ সময়ে এ প্রতিষ্ঠানটি কৃষিক্ষেত্রে অনন্য সাফল্য দেখিয়েছে। কুড়িয়েছে অনেক সুনামও। কৃষিক্ষেত্রে সাধারন কৃষকদের সাফল্য তৈরির লক্ষ্যে ২০১০ সালে যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠান।
কালাম সীড হাউজের প্রোপাইটার আবুল কালাম আজাদ জানান, দীর্ঘ ১২ বছর যাবদ আমার প্রতিষ্ঠানটি আমি সুনামের সাথে পরিচালনা করে আসছি। কৃষকদের সাথে সু সম্পর্ক বজায় রেখে উন্নত মানের বীজ ও কৃষি সামগ্রী বিক্রয় করে থাকি। কৃষি ও কৃষকের জীবন মান উন্নায়নে আমার প্রতিষ্ঠানটি সব সময় কাজ করে যাবে। আমার প্রতিষ্ঠানটি আরও উন্নয়নের দিকে অগ্রসর করতে সকলের কাছে দোয়া প্রার্থী।