বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শাহনেওয়াজ মো: মোস্তফা ফয়সাল এর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা বিকেবি মুখ্য আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে…(তথ্য বিবরণী)।
বাংলাদেশ কৃষিক ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো: নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিকেবি আঞ্চলিক নিরীক্ষা কার্যালয় সাতক্ষীরার আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা তারক চন্দ্র মন্ডল ও মুখ্য আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার উর্দ্ধতন মুখ্য কর্মকর্তা শেখ শামসুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শেখ মো: হাবিবুল্লাহ। পবিত্র গীতা পাঠ করেন শ্যাম কুমার ভট্টচার্য। বিদায়ী অতিথি কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন মো: আব্দুস সেলিম।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন ব্যবস্থাপক বিষ্ণুপদ মন্ডল, মো: আব্দুস সেলিম, শ্যামল কুমার ভট্টাচার্য, মো: আজিজুর রহমান, প্রিন্সিপাল অফিসার মনিরুল ইসলাম, সিনিয়র অফিসার জিনিয়া আফরিন, কর্মচারী ইউনিয়ন(সিবিএ) এর সভাপতি ইসমাঈল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিকেবি ভোমরা স্থলবন্দর শাখার কর্মকর্তা কাজী মাসুদুল হক।