
নিজস্ব প্রতিবেদক:
ইয়াবা ব্যবসায়ী কূল্যা মোড়ের বাবলুর বিরুদ্ধে হাফ ডজন মামলা থাকলেও প্রভাবশালীদের প্রভাবে থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে। আজ ২ এপ্রিল সন্ত্রাসী বাবলু কূল্যা ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে যুবলীগ নেতা আলতাফ হোসেনকে ভয়ভীতিকর হুমকি প্রদর্শন করেছে।
কূল্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আলতাফ হোসেন জানায়, কোন কারণ ছাড়াই ক‚ল্যা মোড়ের বাবলু তাকে ভয় ভীতিকর হুমকি দেয়। এ ব্যাপারে চেয়ারম্যান মোঃ বাছেত আল হারুন জানান, ঘটনা সত্য বিষয়টি আমি দেখছি।
কূল্যা মোড়ের বাবলুর গ্রামের বাড়ী পাইকগাছার শাহাপাড়া গ্রামে। সে কূল্যা গ্রামে মামার বাড়ীতে থাকে। সে ইয়াবা ব্যবসা করে। এছাড়াও ছিনতাইকারী ডলার পার্টির সঙ্গেও জড়িত। ছিনতাই করার সময় নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে থাকে সে।
বুধহাটা, কূল্যা ও কাদাকাটি ইউনিয়নে সে ইয়াবা বিক্রি করে। আওয়ামী লীগের নেতা মোশারফ হোসেন মোশা ও রহমত আলী সরদারকে হাতুড়ি পেটা করার ঘটনায় তার বিরুদ্ধে আশাশুনি থানায় মামলা আছে। সাতক্ষীরা সদর থানায় আছে ৭০,০০০টাকার জাল টাকার মামলা ।
স্থানীয়ভাবে সে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের নাম ভাঙ্গিয়ে চলে। এ কারণে স্থানীয় থানা পুলিশও তার অপরাধের বিষয়ে ততোটা তৎপর নয়। গত তিন বছর যাবৎ সে প্রকাশ্যে ইয়াবা ব্যবসা করলেও সবসময় থেকে যাচ্ছে ধরাছোয়ার বাইরে।
এ ব্যাপারে আশাশুনি থানার ওসি জানান, অপরাধীর কোন পরিচয় নেই। পুলিশ অপরাধীকে পাওড়াও করে আইনের মুখোমুখি করবে।