
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে দেবহাটা উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্দ্যোগে উন্নয়ন প্রকল্পে বহেরায় এক গরীব দুস্থ পরিবারের মাঝে নগত অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৩আগস্ট) বেলা ১১টায় বহেরা উত্তর পাড়া গ্রামের গরীব অসহায় আব্দুল বারীর স্ত্রী মরিয়ম বেগমকে চা ও মুদি দোকান তৈরি করে সাবলম্বি হওয়ার জন্য নগষ ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। উক্ত অর্থ বিতরনের সময় দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি জি.এম স্পর্শ, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্যা ফতেমা খাতুন ও ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোসলেম মোল্ল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।