
আকবর হোসেন,তালা: সাতক্ষীরার তালা উপজেলার ৪নং কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলামের বিরুদ্ধে করোনায় দূর্যোগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ত্রাণের কার্ড তৈরীতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
সরকার করোনা ভাইরাস মোকাবেলায় গরীব অসহায় পরিবার প্রতি ২০ কেজি হারে খাদ্য সহায়তা প্রদানের জন্য প্রত্যেকটি ইউনিয়নে তালিকা প্রস্তুত করতে নির্দেশ প্রদান করেন। কিন্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম গরীব অসহায় ব্যক্তিদের বাদ দিয়ে নিজস্ব ধনাঢ্য ও দলীয় ব্যক্তিদের নাম দিয়ে তালিকা প্রস্তুত করেছেন। এতে দরিদ্র ও অসহায় ব্যক্তিদের নাম বাদ পড়ায় জনসাধারনের মাঝে ব্যাপক ক্ষেপের সৃষ্টি হয়েছে।
এই তালিকা তদারকি করার জন্য প্রতিটি ওয়ার্ডে ১জন করে সরকারী কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হলেও কিভাবে এই মানবিক সাহায্যের তালিকায় ধন্যাঢ্য ও নিয়ম পরিপন্থী মানুষের নামের তালিকায় এসেছে তা কারো বোধগম্য নয়।
গত ৩ মে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা শাখার এক চিঠিতে উল্লেখ করা হয় ২০ কেজি হারে খাদ্য সহায়তা প্রদানের জন্য। এর আগে যারা কোন সহযোগীতা পাইনি তারা এ সহায়তার আওতায় আসবেন। এর আগে যারা একবারও সহায়তা পেয়েছে তারা পাবে না। ঐ চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, পরিসংখ্যান ব্যুরোর তথ্য, জনসংখ্যা ও আয়তনের হার বিবেচনায় পরিবার প্রতি ২০ কেজি হারে এ খাদ্য সহায়তা প্রদান করতে হবে। কিন্তু ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম সরকারী নির্দেশনাকে বৃদ্ধাংগুলি দেখিয়ে ইচ্ছাখুশি মতো নিজস্ব ও দলীয় লোকদেরকে এ খাদ্য সহায়তার তালিকায় অন্তর্ভূক্ত করেছেন।
অভিযোগ উঠেছে কুমিরা ইউনিয়নের মোট ৫শ’ ৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। চেয়ারম্যান যে তালিকা তৈরী করেছে তার মধ্যে বেশীরভাগই সরকারের অন্য সামাজিক সহায়তা ও সুরক্ষার আওতায় আছে। অনুসন্ধানে আরো জানা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির নিজের নাম, ভাইয়ের নাম এমনকি ছেলের নামেও এ খাদ্য সহায়তার কার্ড দেয়া হয়েছে। তাছাড়া পাটকেলঘাটা বাজারে স্বর্ণের ব্যবসাসহ আলিশান বাড়ি থাকলেও তাকে এ তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। আলিশান বাড়ি সহ কোটি টাকার সম্পদ থাকলেও তাদেরকে এ খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে।
জনসংখ্যা ব্যুরোর হিসাব মতে ঐ ইউনিয়নের আয়তন অনুযায়ী ১ থেকে ৯ নং ওয়ার্ডে মোট খাদ্য সহায়তার তালিকায় ব্যাপকভাবে অনিয়ম দূর্নীীত করে নয়ছয় করা হয়েছে। উল্লেখ্য ৯নং ওয়ার্ডে আয়তন ও জনসংখ্যা অনুযায়ী খাদ্য সহায়তা প্রাপ্য কার্ড সংখ্যা হবে ৫৬, কিন্তু চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার ও সরকারের নির্দেশ অমান্য করে ঐ ওয়ার্ডে ৯৭ জনকে খাদ্য সহায়তার আওতায় এনেছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, পরিষদের ১২ সদস্য মিলে নামের তালিকা করা। ভুল ক্রুটি হতেই পারে। তাহাছাড়া তালিকা তৈরীতে যে নামগুলো এসেছে তা দলীয় লোকের বাহিরে নয়। সংশোধনের সুযোগ রয়েছে। তবে বেশিরভাগ তালিকা ইউপি মেম্বররা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক সরকারের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।