
সংবাদদাতা: আগামী ২৬ ডিসেম্বর কুমিরা ইউপি নির্বাচনকে সামনে রেখে পাটকেলঘাটার ৪নং কুমিরা ইউনিয়নে ৫নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী অজয় মন্ডল তার ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
প্রতিদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা ও মত বিনিময় করেন। মেম্বার প্রার্থী অজয় মন্ডল বলেন, জনসাধারণ যদি আমাকে ক্ষমতায় বসায় আমার ওয়ার্ডের সরকারী কোন অনুদান যেমন: ভিজিএফ, চাউল, ভিজিডি কার্ড, কাবিখা প্রকল্প গণ্য মান্য ব্যক্তিদের নিয়ে বোর্ড বসিয়ে সেগুলি বন্টন করা হবে। গণসংযোগকালে প্রার্থীর সাথে শত শত কর্মী ভক্তরা লিফলেট বিতরণ করেন। এদিকে এলাকা ঘুরে দেখা গেছে অজয় মন্ডল মেম্বার প্রার্থী হিসেবে এলাকায় অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। প্রিয় এই প্রার্থী ভোটারদের বলেন ভুল ত্রæটি সবার ভিতরে থাকে। যদি আমার কোন ভুল ত্রæটি থাকে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নির্বাচনী প্রতিক টিউবওয়েল মার্কায় আপনাদের মহামূল্যবান ভোটটি দিয়ে আপনাদের পাশে থেকে সার্বিক সেবা করার সুযোগ দিন।