
হাবিবুল্লাহ বাহার কালিগঞ্জঃ- কালিগঞ্জের চাম্পাফুলে গাঁজা সেবনের অভিযোগে ৪ জনকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক গোবিন্দ, সিহাবুর রহমান, সঙ্গীয় ফোর্স ও গ্রাম পুলিশ ও করোনা এক্সপার্ট টিমের সহযোগিতায় চাম্পাফুল থেকে গাঁজা সেবনের প্রস্তুতির সময় ৪ জনকে হাতেনাতে আটক করে। এ সময় আটকৃতদের কাছ থেকে গাঁজা সেবনের ২ টি কলকে, সিগারেটের খাপ, গ্যাস লাইটার, ৩ টা মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চাম্পাফুল ইউনিয়নের কিশোরী সরকারের ছেলে নারায়ণ সরকার (৩০), এবং আশাশুনি উপজেলার সোদকোনার মোঃ আমির আলীর ছেলে ইসলাম (৩৫), একই এলাকার আব্দুল গফুরের ছেলে সাদ্দাম হোসেন (৩২) ও রফিকুলের ইসলামের ছেলে হাফিজ(৪২)।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, তাদের চারজনকে গাঁজা সেবনের অভিযোগে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।