
মোঃ আবু বক্কর সিদ্দিকঃ কালিগঞ্জের কুশলিয়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মুহাম্মদ শামসুদ্দীন রবিবার (০১ নভেম্বর) দিবাগত রাত ৯.৫০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………. রাজিউন)। তিনি কর্ম জীবন শুরু করেছিলেন শ্যামনগর গাবুরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে। তারপর কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে চাকুরী জীবন শেষ করেন। তারপর তিনি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপির সদস্য ছিলেন। তাছাড়াও তিনি চৌমুহনী কেন্দ্রীয় জামে মসজিদের ও শ্রীরামপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। শিক্ষাবিদ সামছুদ্দীনের নামায়ের জানাযা সোমবার বিকালে তার নিজ গ্রামে সম্পৃর্ন হয়। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।